Site icon Jamuna Television

ডাকসু পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলনরত পাচঁটি প্যানেলের অবস্থান কর্মসূচি

ডাকসু ও হল সংসদগুলোতে পুননির্বাচনের দাবিতে আন্দোলনরত পাচঁটি প্যানেলের অবস্থান কর্মসূচি চলছে। সকাল ১০টার দিকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা।

তবে এর আগেই অনশনকারী ছয় শিক্ষার্থী সকালে পুনর্নির্বাচনের দাবিতে উপাচার্যের কার্যালয় যায় এবং নির্বাচনের অনিয়মের প্রমাণ ভিসির কাছে উপস্থাপন করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে পুনঃতফসিল ঘোষণা, ১১ মার্চের নির্বাচনের সাথে সংশ্লিষ্টদের পদত্যাগ, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নির্বাচনের দিন হামলাকারিদের শাস্তি নিশ্চিত।

Exit mobile version