Site icon Jamuna Television

মসজিদের হামলার ভিডিও শেয়ার করায় যুবক আটক, জামিন নামঞ্জুর

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদের হামলার ভিডিও শেয়ার করার অভিযোগে ১৮ বছর বয়সী এক তরুণকে আদালতে হাজির করা হয়েছে।

তবে আদালতের বিচারক তার নাম গোপন রাখতে নির্দেশ দিয়েছেন। ‘লক্ষ্য অর্জিত হয়েছে’ বার্তাসহ মসজিদের হামলার ছবি প্রকাশের অভিযোগে তার বিরুদ্ধে সহিংসতা উসকে দেয়ার অভিযোগ আনা হয়েছে।-খবর এএফপির

আদালতের কৌঁসুলি বলছেন, প্রতিটা অভিযোগের বিপরীতে অন্তত ১৪ বছর কারাদণ্ড হতে পারে তার।

আদালত তার জামিন মঞ্জুর করেননি। তাকে ফের আগামী ৮ এপ্রিল আদালতে হাজির করা হবে।

ডিস্ট্রিক্ট কোর্ট বিচারক স্টেফেন ও’ড্রিসকল বলেন, এ মামলাসংক্রান্ত বিস্তারিত তথ্য গোপন রাখা হবে।

গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলায় অর্ধশত মুসলমান নিহত হয়েছেন। যাদের মধ্যে পাঁচ বাংলাদেশিও রয়েছেন।

Exit mobile version