Site icon Jamuna Television

শিল্পী ও সাংবাদিক রাজা’র দাফন সম্পন্ন

কুড়িগ্রাম প্রতিনিধি
বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী ও সাংবাদিক সফিউল আলম রাজা’র দাফন সম্পন্ন হয়েছে। সোমবার দুপুর কুড়িগ্রামের চিলমারী উপজেলার জােড়গাছ মন্ডল পাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে রােববার রাতে ঢাকা রিপাের্টাস ইউনিটিতে জানাযা শেষে সাংবাদিক সফিউল আলম রাজা’র মরদেহ কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। সকালে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তার মরদেহ পৌঁছালে কুড়িগ্রাম সম্মিলিত সাংস্কৃতিক জােটের উদ্যােগে শ্রদ্ধা জানানাের ব্যবস্থা করা হয়। সেখানে বিভিন্ন সংগঠনের পক্ষে থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।

পরে তার মরদেহ চিলমারীতে আনা হলে থানাহাট এ ইউ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। বাদ যােহর জােড়গাছ মন্ডল পাড়া মসজিদে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

গত রোববার ঢাকার মিরপুরে ভাওয়াইয়া শিল্পী ও সাংবাদিক সফিউল আলম রাজা মারা যান।

Exit mobile version