Site icon Jamuna Television

রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছেন এক নারী উদ্যোক্তা।

দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নাজনীন আক্তার স্বর্ণা। তার অভিযোগ, কুয়াকাটায় জমি দখলে নিতে প্রশাসনকে ব্যবহার করে নির্মাণাধীন হোটেল গুড়িয়ে দিয়েছেন রুহুল আমিন হাওলাদারের ক্যাডার বাহিনী। এছাড়া, এলাকাবসীর কয়েকশ একর জমি, সরকারি পানি উন্নয়ন বোর্ডের জায়গাও জোর করে দখলে নিয়েছেন রুহুল আমিন হাওলাদার। এই বিষয়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন, এই নারী।

Exit mobile version