Site icon Jamuna Television

ট্রেনের ভাড়া এখনই বাড়ছে না: রেলমন্ত্রী

ট্রেনের ভাড়া এখনই বাড়ানোর কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। সোমবার দুপুরে সচিবালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলমন্ত্রী একথা জানিয়েছেন।

মন্ত্রী বলেন, ভবিষ্যতে যাত্রীদের সুযোগ সুবিধা বৃদ্ধি সাপেক্ষে ভাড়া বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। পাশ্ববর্তী দেশে রেলের সুযোগ সুবিধা দেখে কমিটির সুপারিশের ভিত্তিতে প্রয়োজনে ভাড়া বাড়ানোর বিষয় বিবেচনা করা হবে।

নূরুল ইসলাম সুজন আরো বলেন, শুধু যাত্রী ভাড়া দিয়েই তো আর রেল চলে না। এর সাথে আরও অনেক বিষয়ের সম্পর্ক আছে।

বেসরকারি ব্যবস্থাপনায় ট্রেনের পরিচালনা নিয়েও কথা বলেন মন্ত্রী। বলেন, ভবিষ্যতে বাংলাদেশ রেলওয়ের কোন ট্রেন আর লিজ দেয়া হবে না। সব ট্রেন মন্ত্রণালয়ের নিজস্ব তত্ত্বাবধানে চলবে। বিদ্যমান লিজ আর নবায়ন করা হবেনা বলেও জানান মন্ত্রী।

Exit mobile version