Site icon Jamuna Television

প্রাণ কোম্পানির বেপরোয়া গাড়ি চলাচল বন্ধে মানববন্ধন

প্রাণ আরএফএল কোম্পানির বেপরোয়া গাড়ি চলাচল বন্ধ এবং গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে নরসিংদীতে।

দুপুরে পলাশ উপজেলায় এই কর্মসূচি পালন করে এলাকাবাসী। এতে সংহতি জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও যোগ দেন। আন্দোলনকারীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে ফ্যাক্টরির পাশের বাগপাড়া এলাকায় প্রাণ কোম্পানির গাড়ি চাপায়, এক শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়। এছাড়া, যেখানে-সেখানে গাড়ি পার্কিং করায়, যানজট এখন নিত্যসঙ্গী। প্রতিবাদ করলে গ্রামবাসীর ওপর হামলা চালায় প্রাণ আরএফএলের নিরাপত্তা কর্মীরা। পরে কয়েকশ’ এলাকাবাসীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগও করেন স্থানীয়রা।

Exit mobile version