Site icon Jamuna Television

তোষকে করে গাঁজা পাচার, আটক ২

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এবার পাচারের সময় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় আটক করা হয় দুজনকে। অভিনব কায়দায় গাঁজাগুলো তোশকে ভরে পাচার করা হচ্ছিল বলে জানায় বিমানবন্দরের কর্মকর্তারা।

এ ঘটনায় রুবেল ও তার সহযোগী নিজামকে আটক করা হয়েছে। এর মধ্যে রুবেলের বেলা ১১ টার ফ্লাইটে দুবাই হয়ে মাস্কাট যাওয়ার কথা ছিল।

বিমান কর্মকর্তারা জানান, বিমানবন্দরের প্রথম গেইটে সন্দেহ হওয়ায় রুবেলের তোশক খুলে তল্লাশি করা হয়। সেখানেই পাওয়া যায় এসব গাঁজা। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী গেইটের বাইরে থেকে আটক করা হয় তার সহযোগী নিজামকে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান বিমান বন্দরের কর্মকর্তারা।

Exit mobile version