Site icon Jamuna Television

বিশ্বের জনপ্রিয় ১০০ ক্রীড়াবিদের তালিকায় মাশরাফি, সাকিব ও মুশফিক

বিশ্বের জনপ্রিয় ১০০ ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করেছে ক্রীড়া ভিত্তিক নিউজ নেটওয়ার্ক ইএসপিএন। ইএসপিএন এর এই তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার।

তালিকায় স্থান পাওয়া ক্রিকেটাররা হলেন আল হাসান, মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মুর্তজা।

এছাড়াও এই তালিকায় ভারতের সাত জন ক্রিকেটারও স্থান পেয়েছেন। গুগলে কোন তারকাকে কত বেশিবার খোজা হয়েছে, ফেসবুক ও টুইটারে কার ফলোয়ার কতো তার উপর ভিত্তি করে এই তালিকা তৈরি করেছে ইএসপিএন।

তালিকায় ৯০তম স্থানে আছেন ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান, ৯২তম স্থানে আছেন মুশফিকুর রহিম, তালিকায় ৯৮তম স্থানে আছেন মাশরাফি বিন মর্তুজা।

এ তালিকায় সবার আগে আছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তালিকার তিন নম্বরে আছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। তালিকার ২য় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা লেব্রন জেমস, চার নম্বরে আছেন ব্রাজিলীয় ফুটবল তারকা নেইমার জুনিয়র।

ভারতের ক্রিকেটারদের মধ্যে আছেন বিরাট কোহলি (৭), মহেন্দ্র সিং ধোনি (১৩), যুবরাজ সিং (১৮), সুরেশ রায়না (২২), রোহিত শর্মা (৪৬), রবিচন্দ্রন অশ্বিন (৪২), হরভজন সিং (৭৪) ও শিখর ধাওয়ান (৯৪)।

৭৮টি দেশের প্রায় ৮০০ ক্রীড়াবিদের মধ্য থেকে এই তালিকা করা হয়েছে।

Exit mobile version