Site icon Jamuna Television

বন্দুকধারীকে চিহ্নিত করেছে নেদারল্যান্ডস পুলিশ

নেদারল্যান্ডসের ইউট্রেক্ট শহরে যাত্রীবাহী ট্রামে বন্দুকধারীর গুলিতে অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার স্থানীয় সময় ১০টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ডেইলি বিস্ট জানাচ্ছে, এলোপাতাড়ি গুলি চালিয়ে একটি লাল রঙে প্রাইভেটকারে উঠে পালিয়ে যায় হামলাকারী। এরপর থেকে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

বিবিসির খবরে বলা হয়, কর্তৃপক্ষ শহরটির পশ্চিম দিকে ঘিরে রেখেছে। ঘটনাস্থলে জরুরী সেবা দেয়ার জন্য বিভিন্ন সংস্থা উপস্থিত আছে।

কর্তৃপক্ষ জানিয়েছে ওই বন্দুকধারীকে এখনও পলাতক রয়েছেন। পুলিশ লোকজনকে ওই এলাকা থেকে দূরে এবং স্কুলগুলোর দরজা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে হামলাকারীকে চিহ্নিত করেছে গোকমান তানিস নামে। ৩৭ বছর বয়সী এই ব্যক্তি তুর্কি বংশোদ্ভুত বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। প্রধানমন্ত্রী মার্ক রুট বলেছেন, এটিকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Exit mobile version