Site icon Jamuna Television

সুষ্ঠু নির্বাচনের পথে যারা বাধা তাদের একঘরে করা উচিত: ড. কামাল

গণতন্ত্র, অবাদ-সুষ্ঠু নির্বাচনের পথে যারা বাধা তাদের একঘরে করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট প্রধান ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

আজ সোমবার বিকালে সুপ্রিমকোর্ট মিলনায়তনে বঙ্গবন্ধুর ৯৯ তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ড. কামাল বলেন, যারা এ দেশে গণতন্ত্র চলতে দেয় না, তারা বঙ্গবন্ধুর স্বপ্নের পথে বাধা দিচ্ছে। দেশে আইনের শাসন, ভোটাধিকার নেই অভিযোগ করে ড. কামাল হোসেন বলেন, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে জনগনকে দেশের মালিকানা বুঝিয়ে দিতে হবে।

Exit mobile version