Site icon Jamuna Television

‘ভোটাধিকার প্রতিষ্ঠায়’ হানিফের অন্য রকম পদযাত্রা

ভোটাধিকার প্রতিষ্ঠায় নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকার এবং নির্বিঘ্ন ভোটের পরিবেশ সৃষ্টির দাবিতে ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া’ একক পদযাত্রা করেছেন হানিফ বাংলাদেশী নামে এক যুবক। গত বৃহস্পতিবার সকাল ১০টায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা থেকে একক পদযাত্রা শুরু করেন তিনি। গতকাল রোববার সন্ধ্যায় ১৫০ কিলোমিটার হেঁটে হানিফ চট্টগ্রামের লোহাগাড়ায় পৌঁছান।

হানিফ বাংলাদেশী বলেন, ‘ভোটাধিকার, জাতীয় নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা এবং স্থানীয় সকল নির্বাচনে জনগণ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টির দাবিতে ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া’ একক পদযাত্রা শুরু করেছি।’

নোয়াখালী জেলার বাসিন্দা হানিফ বাংলাদেশীর ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যুব ঐক্য প্রক্রিয়া নামের একটি সংগঠনের আহ্বায়ক। আমার বন্ধুরা আমার নামটি হানিফ বাংলাদেশী দিয়েছে। কারণ আমি সব সময় বাংলাদেশের নানা বিষয় নিয়ে কথা বলি এবং কাজ করি। আমি ব্যক্তিগতভাবে একটি প্রতিষ্ঠানে কাজ করি।’

Exit mobile version