Site icon Jamuna Television

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিইউপি শিক্ষার্থী নিহত

রাজধানীর প্রগতি সরণিতে সুপ্রভাত পরিবহনের দুই বাসের বেপরোয়া ওভারটেকিং এর শিকার হয়ে নিহত হয়েছে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।

নিহত ছাত্রের নাম আবরার আহমেদ চৌধুরী। তিনি বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী।

সোমবার সকাল সোয়া ৭টার দিকে ভাটারা এলাকায় রাস্তা পরাপারের সময় ওই ছাত্রকে চাপা দেয় সুপ্রভাত পরিবহনের ওই বেপরোয়া বাসটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, একই পরিবহনের অপর একটি বাসকে ওভারটেক করার জন্য বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন চালক। দুর্ঘটনার পর নিহত ছাত্রের সহপাঠীরা বাসটি আটক করে। এসময় চালক ও হেলপার পালিয়ে যায়।

Exit mobile version