Site icon Jamuna Television

নেদারল্যান্ডসে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

নেদারল্যান্ডে ট্রামে গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশিদের সতর্ক থাকার অনুরোধ দূতাবাসের। তবে এ ঘটনায় কোন বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দূতাবাস।

গতকাল সকালে নেদারল্যান্ডের উত্রেকে একটি ট্রামে গুলিবর্ষণের পর এমন নির্দেশনা জারি করে নেদারল্যান্ডের দি হেগে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস থেকে বলা হয়, পুলিশের সূত্রে পাওয়া তথ্য মতে এ ঘটনায় এখন পর্যন্ত তিন জন নিহত ও দশ জনের মতো আহত হলেও হতাহতদের তালিকায় কোন বাংলাদেশির তথ্য পাওয়া যায়নি।

দূতাবাস বাংলাদেশি নাগরিকদের ডাচ সরকারের নির্দেশিত নিরাপদ স্থানে থাকার জন্য অনুরোধ করেছে। একইসাথে যে কোন প্রয়োজনে দূতাবাসের জরুরী নাম্বার +৩১ ৬৮ ৪১২ ৩২২৯ এই নাম্বারে এবং mission.hague@mofa.gov.bd এই ই-মেইলে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

এর সাথে দূতাবাস ঘৃণ্য এই হামলায় তীব্র নিন্দা ও শোক প্রকাশ করে।

 

 

Exit mobile version