Site icon Jamuna Television

নরসিংদীতে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ২

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে নরসিংদীর রায়পুরার মির্জাচরে ২ জন নিহত, অন্তত আরও ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, মির্জাচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর ইকবাল মানিকের সমর্থক মো. ইকবাল (৩২) ও আমানউল্লাহ (৩১)। নিহত ইকবাল মির্জাচর ইউনিয়নের বালুচর গ্রামের কাউনিয়া মিয়ার ছেলে ও বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সিরাজুল হক হত্যা মামলার আসামি। অপরজন মির্জাচর মধ্যপাড়া এলাকার মো. সৈকত মিয়ার ছেলে।

এছাড়াও গুলিবিদ্ধ হয়েছেন আজিজুল ইসলাম (২৫) সহ আরো ১৫ জন।

জানা যায়, প্রতিপক্ষ ফারুকুল ইসলাম ফারুকের সঙ্গে মির্জাচর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি জাফর ইকবাল মানিকের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। তারই ধারাবাহিকতায় আজ ভোর থেকে দু’পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। দুপক্ষের গোলাগুলিতে ২ জন নিহত হয়।

রায়পুরা থানার ওসি মহসিনুল কাদির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Exit mobile version