Site icon Jamuna Television

উত্তরায় এসি বিস্ফোরণে সস্ত্রীক স্বেচ্ছাসেবক লীগ নেতা দগ্ধ

রাজধানীর উত্তরায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এসি বিস্ফোরিত হয়ে বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলমগীর হোসেন (৬০) ও তার স্ত্রী বিলকিস ফারজানা (৪৮) দগ্ধ হয়েছেন।

পাশের বাড়ি থেকে জরুরি ফোনকল পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেছে।

উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার এসআই জাকির জানান, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ৪১ নম্বর বাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে এসি বিস্ফোরিত হয়ে এক দম্পতি অগ্নিদগ্ধ হন।

এ সময় তাদের ছেলেমেয়েরা পাশের কক্ষে থাকায় তারা আগুন থেকে রক্ষা পেয়েছেন।

এ সময় পাশের বাসা থেকে থানায় জরুরি কল দেয়া হলে পুলিশ দ্রুত গিয়ে অগ্নিদগ্ধ অবস্থায় ওই বাসা থেকে বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলমগীর হোসেন ও তার স্ত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করে। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। চিকিৎসরা জানিয়েছেন, আগুনে তাদের শরীরের ৯০ ভাগ পুড়ে গেছে।

Exit mobile version