Site icon Jamuna Television

সেই উগ্রবাদীর নাম মুখেই নিতে চান না নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী

সন্ত্রাসীর নাম মুখেই নিতে চান না ‌আরডার্ন

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী শ্বেতাঙ্গ উগ্রবাদীর নামই মুখে নিতে চান না দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। আবেগপ্রবণ আরডার্ন বলেন, এই সন্ত্রাসী, উগ্রবাদীর নামই মুখে নিতে চাই না। বরং যারা তার সন্ত্রাসের শিকার হয়ে জীবন উৎসর্গ করেছেন তাদের স্মরণ করতে চাই।

মঙ্গলবার দেশটির পার্লামেন্টের বিশেষ অধিবেশনে ভাষণ দেন আবেগাপ্লুত আরডার্ন। বক্তব্যের শুরুতেই ‘আসসালামু আলাইকুম’ বলে মুসলিমদের প্রতি সম্মান জানান আরডার্ন, শান্তি কামনা করেন সকলের।

সংসদ সদস্যদের আরডার্ন নিশ্চিত করেন, এই বন্দুকধারী সন্ত্রাসীকে সর্বোচ্চ সাজাই দেয়া হবে। পাশাপাশি, দেশটির অস্ত্র আইন সংশোধন করে আরও কঠোর করার ঘোষণা পুনর্ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে শ্বেতাঙ্গ উগ্রবাদীদের হামলায় ৫০ জন মুসল্লি নিহত হয়েছেন। এদের মধ্যে ৫ জন বাঙালি ছিলেন। অল্পের জন্য বেঁচে গেছে নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দল। সবচেয়ে বেশি মানুষ হত্যা হয়েছে যে আল নুর মসজিদে সেখানে নামাজ পড়তে যাচ্ছিলেন তারা।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version