Site icon Jamuna Television

ফরিদপুরে ফেনসিডিলসহ আটক ১

ফরিদপুর প্রতিনিধি

ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর কার্যালয়ের সামনে একটি ট্রাক থেকে ৩’শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব ৮ ফরিদপুর কোম্পানির সদস্যরা। এসময় ট্রাক চালককেও আটক করা হয়, জব্দ করা হয়েছে ট্রাকটিও।

ট্রাকটি খুলনা পল্লী বিদ্যুতের সরঞ্জাম নিয়ে মুন্সিগঞ্জ যাচ্ছিল।

আটক ওই ব্যক্তির নাম মো. মেছের আলী সরদার (৪৮)। সে যশোর জেলার কেশবপুর উপজেলার মৃত্যু কালু সরদারের ছেলে।

র‌্যাব-৮ ফরিদপুর সিপিসি-২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক এএসপি মো. ইফতেখারুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার সামনে চেক পোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র‌্যাব সদস্যরা। এসময় খুলনা থেকে মুন্সীগঞ্জগামী একটি ট্রাক তল্লাশি করে ৩’শ বোতল নিষিদ্ধ মাদক ফেনসিডিল উদ্ধার করা হয়।

Exit mobile version