Site icon Jamuna Television

নিরাপদ সড়কের দাবিতে আজও রাজপথে শিক্ষার্থীরা

বাস চাপায় সহপাঠি নিহতের প্রতিবাদ ও নিরাপদ সড়কসহ ৮ দফা দাবিতে আজও রাজপথে নেমেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর প্রগতি সরণিতে জড়ো হতে থাকে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদালয়ের শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়, দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বাস চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার নিহতের ঘটনায় গতকাল দিনভর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তার সহপাঠিরা।

ঢাকা উত্তর সিটির মেয়র শিক্ষার্থীদের সাথে দেখা করেন। এসময় তিনি শিক্ষার্থীদের সব দাবি মেনে নেয়ার আশ্বাস দেন। এর আগে ঘাতক বাস ও চালককে আটক করার কথা জানায় পুলিশ।

Exit mobile version