Site icon Jamuna Television

বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ খেলতেই হচ্ছে ভারতকে

পুলওয়ামায় জঙ্গি হামলার জেরে ভারতজুড়ে পাক-বিরোধী হাওয়া বইছে। আসন্ন বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ বয়কটের দাবি উঠেছে ভারতে।

ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারের কোর্টে বল ঠেলে দিয়েছে। এ পরিস্থিতিতে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। চুক্তি অনুযায়ী বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতেই হবে ভারতকে।

পরিষ্কার জানিয়ে দিল আইসিসি। ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ভারত-পাকিস্তান দু’ দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে চুক্তি অনুযায়ী ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল। খবর ক্রিকবাজের।
ভারতের কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞার কারণে খেলেনি ভারত। আইসিসি অনুমোদিত টুর্নামেন্ট কিংবা এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে। দ্বিপাক্ষিক সিরিজ না খেলায় আইসিসিতে মামলা করে হারতে হয়েছে পাকিস্তানকে।

আইসিসির নির্দেশ মেনে সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডকে প্রায় ১২ কোটি রুপি ক্ষতিপূরণ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসির সিইও ডেভ রিচার্ডসন জানান, ‘আইসিসি ইভেন্টের জন্য সব দল একটি সদস্যের অংশগ্রহণের চুক্তিতে সই করেছে।

Exit mobile version