Site icon Jamuna Television

স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের ১৬ স্বর্ণ

স্পেশাল অলিম্পিক গেমসে মঙ্গলবার পর্যন্ত ১৬টি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। এছাড়া সাতটি রুপা ও দুটি ব্রোঞ্জ পেয়েছেন লাল-সবুজের ক্রীড়াবিদরা।

সংযুক্ত আরব আমিরাতে স্পেশাল অলিম্পিকে অংশ নিচ্ছে ১৩৯ সদস্যের বাংলাদেশ দল। এর মধ্যে ১১ ডিসিপ্লিনে ১০৩ জন ক্রীড়াবিদ রয়েছেন।

স্পেশাল অলিম্পিকে বাংলাদেশসহ ১৭০ দেশের অ্যাথলেটরা অংশ নিচ্ছেন দৌড়, সাঁতার, বৌছি, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, হ্যান্ডবল (নারী), হ্যান্ডবল (পুরুষ সমন্বিত), ফুটবল (নারী ও পুরুষ সমন্বিত), ভলিবল ও বাস্কেটবল (সমন্বিত) ইভেন্টে। প্রতিযোগিতা শেষে শুক্রবার রাতে বাংলাদেশ দলের দেশে ফেরার কথা রয়েছে।

Exit mobile version