Site icon Jamuna Television

নিরাপদ সড়কের দাবিতে শাহবাগে অবরোধ, বিক্ষোভ

নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালেয়ের একদল শিক্ষার্থী। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।

তবে অ্যাম্বুলেন্সসহ সব গুরুত্বপূর্ণ যানবাহনকে চলাচলের জন্য রাস্তা করে দিচ্ছেন শিক্ষার্থীরা।

সড়কে অবস্থানের আগে কয়েকশো শিক্ষার্থী সকাল সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল বের করে। মিছিলটি রোকেয়া হলের সামনে দিয়ে ভিসির বাসভবন হয়ে ব্যবসায় শিক্ষা অনুষদ, কলাভবন হয়ে আবার টিএসসিতে যায়।

পরে তারা শাহবাগ অবস্থান নিয়ে নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘সড়ক সড়ক সড়ক চাই, নিরাপদ সড়ক চাই’, ‘আমার ভাই মরলো কেনো, প্রশাসন জবাব চাই’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।

গতকাল মঙ্গলবার সকালে রাস্তা পার হওয়ার সময় রাজধানীর প্রগতি সরণিতে সুপ্রভাত পরিবহনের একটি বেপরোয়া বাসের ধাক্কায় আবরার আহমেদ চৌধুরী নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়তেন।

Exit mobile version