Site icon Jamuna Television

‘যে কোনো মূল্যে দখলদারদের হাত থেকে বুড়িগঙ্গা রক্ষা করা হবে’

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, যেকোন মূল্যেই হোক না কেন দখলদার থেকে বুড়িগঙ্গাকে রক্ষা করতে সরকার বদ্ধ পরিকর।

আজ বুধবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি জানান, ঢাকা শহরের নদীগুলোকে তার আগের অবস্থায় ফিরিয়ে নিতে সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে যা চূড়ান্ত পর্যায়ে আছে। এটি বাস্তবায়ন হলে নদীগুলোকে দূষণমুক্ত করা সম্ভব হবে।

খালিদ মাহমুদ আরও বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী দখলমুক্ত করতে উচ্ছেদ কার্যক্রম চলবে।

Exit mobile version