Site icon Jamuna Television

সিলেটের উড়ন্ত সূচনা

উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েই বিপিএল শুরু করলো সিলেট সিক্সার্স। টস জিতে গতবারের চ্যাম্পিয়নকে ব্যাট করতে দেয় সিলেট। সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেন নিজের করা প্রথম ওভারেই পান সাফল্য। শেষ বলে প্রথম শিকারে পরিণত করেন ঢাকার মেহেদী মারুফকে।

এরপর এভিন লুইস আর কুমার সাঙ্গাকারা ৫৪ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ইঙ্গিত দিলেও সিলেটের নিয়ন্ত্রিত বোলিং এ আটকে যায় ঢাকা। সাঙ্গাকারার ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৩২ রান। ২৬ রান করেন লুইস। অধিনায়ক সাকিব আল হাসান করেন ২৩ রান। শেষ দিকে ডেলপোর্টের ১৩ বলে ২০ রানে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রান থামে ঢাকা ডায়নামাইটসের ইনিংস। সিক্সার্সের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন প্লাঙ্কেট-নাসির আর আবুল হাসান রাজু।

এদিকে ঢাকার দেয়া ১৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সিলেট। ওপেনার উপুল থারাঙ্গা করেছেন ৪৮ বলে অপরাজিত ৬৯ আর ফ্লেচার করেছেন ৫১ বলে ৬৩ রান।

অন্যদিকে ইনজুরির কারণে সন্ধ্যায় প্রথম ম্যাচে মাঠে নামা হচ্ছে না কুমিল্লার অধিনায়ক তামিম ইকবালের। তার বদলে নেতৃত্ব দেবেন ইমরুল কায়েস।

টিবিজেড/

 

Exit mobile version