Site icon Jamuna Television

ক্রাইস্টচার্চে হামলা: ৫ বাংলাদেশির মধ্যে ৩ জনের মরদেহ পাঠানো হবে দেশে

ক্রাইস্টাচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত ৫ বাংলাদেশির মধ্যে ৩ জনের মরদেহ পাঠানো হবে দেশে। বাকি দু’জনকে দাফন হবে স্থানীয় মেমোরিয়াল পার্ক সিমেট্রিতে।

যমুনা টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি আনারারি কনসাল শফিকুর রহমান। তিনি জানান, এরইমধ্যে দুইজনের গোসল সম্পন্ন হয়েছে। তাদের আগামীকালের মধ্যে সমাহিত করা হবে। নিহত ৩ জনের মরদেহ দেশে পাঠানোর কথা জানানো হলেও কবে নাগাদ এ কার্যক্রম শুরু হবে তা নিশ্চিত করেনি নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। কনসাল জানান, যাদেরকে ক্রাইস্টচার্চে দাফন করা হবে তাদের দাফন কাজ আগে শেষ করা হচ্ছে। এরপর শুরু হবে দেশে পাঠানোর প্রক্রিয়া।

Exit mobile version