Site icon Jamuna Television

সবধরণের আধা-স্বয়ংক্রিয় অস্ত্র নিষিদ্ধ করলো নিউজিল্যান্ড

সন্ত্রাসীর নাম মুখেই নিতে চান না ‌আরডার্ন

সবধরণের আধা-স্বয়ংক্রিয় অস্ত্র নিষিদ্ধ করলো নিউজিল্যান্ড। বৃহস্পতিবার সংবাদ বিবৃতিতে এ ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

জানান, আজ থেকেই খোলা বাজারে সামরিক স্টাইলের সব অস্ত্র, ম্যাগজিন বিক্রি বন্ধ। যেসব প্রতিষ্ঠানে এ ধরনের অস্ত্র বিক্রি হচ্ছে সেগুলো থেকে শিগগিরই অস্ত্র জব্দের নির্দেশ দিয়েছেন তিনি। একইসাথে, বিক্রয়কারী এবং ব্যক্তিগত ব্যবহারকারীদের জাতীয় অস্ত্র নীতিমালা কঠোরভাবে মানার আহ্বান জানান আরডার্ন। কিউই প্রধানমন্ত্রী আভাস দেন ১১ এপ্রিল নাগাদ লিখিতভাবে আইনটি পাস হতে পারে।

এদিকে, নিউজিল্যান্ডে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের মধ্যে অন্তত ৬ জনের জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে। ক্রাইস্টচার্চের মেমোরিয়াল পার্ক সিমেট্রিতে দাফন করা হয় তাদের। গতকালই চার জনের দাফন সম্পন্ন হয়। বৃহস্পতিবার আরও দু’জনকে সমাহিত করেন স্বজনরা। গেলো শুক্রবার এক উগ্র শ্বেতাঙ্গের হামলায় ৫ বাংলাদেশিসহ প্রাণ হারায় বিভিন্ন দেশের ৫০ জন মুসলিম।

Exit mobile version