Site icon Jamuna Television

আবরার নিহতের প্রতিবাদে মানববন্ধন করছে শিক্ষার্থীরা

বিইউপি শিক্ষার্থী আবরার নিহতের প্রতিবাদে মানববন্ধন করছে শিক্ষার্থীরা।

রাজধানীর প্রগতি সরণিতে মানববন্ধনে অংশ নিয়েছে বিইউপিসহ বেশ কয়েকটি স্কুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দুপুর পৌনে একটার দিকে মানববন্ধন শুরু হয়। এসময় শিক্ষার্থীরা বলেন মেয়রের আশ্বাস কতটা বাস্তবায়িত হচ্ছে তা দেখতেই সড়কে এসেছেন তারা। সাত দিনের মধ্যে আশ্বাস বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এর মধ্যে বিউপির এক শিক্ষক এসে তাদের ফিরে যাওয়ার অনুরোধ জানান। তবে মানববন্ধনে অংশ নেয়া কোনো কোনো শিক্ষার্থী বলছেন, মেয়রের আশ্বাসে তারা সন্তুষ্ট নন। সড়কে শৃঙ্খলা ফিরে না আসলে আন্দোলন চলবেই।

Exit mobile version