Site icon Jamuna Television

বার্মিংহামে এক রাতে চার মসজিদে দুর্বৃত্তদের ভাঙচুর

ইংল্যান্ডের পশ্চিম মিডল্যান্ডের বার্মিংহামে একরাতে চার মসজিদে ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাতে এই ঘটনা ঘটে।

পশ্চিম মিডল্যান্ডের কাউন্টার টেরোরিজম পুলিশ জানায়, গতকাল রাতে ব্রিকফিল্ড সড়কের একটি মসজিদের  জানালা হাতুড়ি দিয়ে   রাত ২.৩২ দিকে ভাংচুর করে দুর্বৃত্তরা। পুলিশ পৌঁছতে পৌঁছতে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এই ঘটনার ৪২ মিনিটের পরে এরডিংটনের আরেকটি মসজিদে একই রকম ভাংচুরের খবর পায় পুলিশ। পরে শহরে বিভিন্ন স্থানে টহল দিলে আরও দুটি মসজিদে হামলার খবর পাওয়া যায় বলে জানায় স্থানীয় পুলিশ।

পুলিশ আরও জানায়, দুর্বৃত্তদের কি উদ্দেশ্যে জানা না গেলেও এই ঘটনার মধ্যে যোগসাজশ রয়েছে। এলাকার বিভিন্ন সিসিটিভির ফুটেজ দেখে দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।

 

Exit mobile version