Site icon Jamuna Television

সড়ক মন্ত্রণালয়ের ব্যর্থতা দেশবাসী বহন করতে পারে না: হানিফ

নিরাপদ সড়ক নিশ্চিত করতে না পারা সড়ক মন্ত্রণালয়ের ব্যর্থতা। এর দায়ভার দেশবাসী বহন করতে পারে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহবুবুল আল হানিফ।

রাজধানীতে বাংলাদেশ তাঁতীলীগের ১৬তম বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সড়ক নিরাপদ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সিদ্ধান্তগুলো সড়ক বিভাগ কেন বাস্তবায়ন করতে পারেনি তা নিয়ে প্রশ্ন তোলেন হানিফ। এসময় ছাত্রদের নিরাপদ সড়ক আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন।

একজন কয়েদী হিসেবে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করার দায়িত্ব কারা কর্তৃপক্ষের এমন মন্তব্য করে তিনি বলেন, বিএনপি তার চিকিৎসার কথা বলে নাটক করছে। তিনি এও বলেন বেগম জিয়ার নামে মামলা বা বিচারে সরকারের কোন হাত নেই।

অনুষ্ঠানে মাহবুবুল আল হানিফ দাবি করেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করেছিলেন।

Exit mobile version