Site icon Jamuna Television

পদ্মা সেতুতে বসলো নবম স্প্যান

পদ্মা সেতুতে বসানো হয়েছে নবম স্প্যান। শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩৪ ও ৩৫ নম্বর পিলারের ওপর বসানো হয় এই স্প্যানটি।

আজ শুক্রবার সকালে পদ্মা সেতুর নবম স্প্যান বসানোর মাধ্যমে সেতুটির ১৩৫০ মিটার দৃশ্যমান হলো।

এর আগে বৃহস্পতিবার সকালে প্রায় ৪ হাজার টন ওজনের ধূসর কাঠামোটি মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে জাজিরায় আনা হয়। সকাল নয়টার পর প্রকৌশলীরা কাজ শুরু করলেও নদীতে নাব্যতা সঙ্কট থাকায় স্প্যান বহনকারী ক্র্যানটি ঠিকভাবে নোঙ্গর করতে না পারায় বেলা পৌনে একটার দিকে জানানো হয় স্প্যানটি বাসানো যাচ্ছে না। পরবর্তীতে আজ স্প্যানটি বসানোর দিন ঠিক করা হয়।

এ পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে বসেছে ২১১টি পাইল।

সেতু বিভাগ জানিয়েছে, চলতি মাসে আরেকটি স্প্যান বসানোর প্রস্তুতি চলছে। রোড ও রেলওয়ে স্ল্যাব বসানো হয়েছে কিছু অংশে। সোয়া ৬ কিলোমিটার দীর্ঘ দ্বিতল পদ্মা সেতু তৈরি হবে ৪২টি পিলারের ওপর।

Exit mobile version