Site icon Jamuna Television

প্রবীণ সাংবাদিক আনোয়ারুল হক আর নেই

প্রবীণ সাংবাদিক আনোয়ারুল হক আর নেই । ইন্না লিল্লহি ওয়া ইন্না ইলাহি রাজিউন…। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ এর সাবেক সভাপতি ও দ্য ডেইলি স্টারের সাবেক প্রধান প্রতিবেদক ছিলেন।

আজ শুক্রবার ভোর ৫টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় মারা যান তিনি। তিনি দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন। আনোয়ারুল হক দিল্লি হাইকমিশনে প্রেস মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিকাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

আজ বাদ জুম্মা রাজধানীর সোবহানবাগ মসজিদে তার প্রথম জানাজা হবে। তারপর বেলা ৩টায় দ্বিতীয় জানাজা হবে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। পরে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

Exit mobile version