Site icon Jamuna Television

তৃতীয় দিনের মতো প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষকদের অবস্থান

তৃতীয় দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে নন-এমপিও শিক্ষকরা এমপিও ভুক্তির দাবিতে বিক্ষোভ করছেন।

অবস্থান নেয়া শিক্ষকরা জানান, তারা বছরের পর বছর ধরে বিনা বেতনে শিক্ষকতা করে যাচ্ছেন। বারবার আশ্বাস দেয়া হলেও এমপিও ভুক্ত করা হয়নি বলেও জানান শিক্ষকরা। এ বিষয়ে এবার তারা সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

তারা বলেন, গতবছর আশ্বাস দিয়ে অবস্থান কর্মসূচি থেকে সরিয়ে দিলেও তা বাস্তবায়নে কোন পদক্ষেপ নেয়নি সরকার। তাই এবার সরকারি আশ্বাস বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসুচি চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন শিক্ষক নেতারা।

Exit mobile version