Site icon Jamuna Television

‘মিয়ানমারের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রয়োজন’

রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর জাতিসংঘের অবরোধের মত কঠিন সিদ্ধান্তের প্রয়োজন বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রোববার সকালে কক্সবাজারে স্থানীয় একটি হোটেলে, রোহিঙ্গা ক্যাম্পে বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন করতে সোলার প্যানেল বিতরণে অনুষ্ঠানে অংশ নিয়ে এ অভিমত ব্যক্ত করেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা পরিস্থিতি দেখতে গিয়ে বিএনপি চেয়ারপারসন ও নেতাকর্মীদের কথাবার্তা-কার্যক্রমে রাজনৈতিক দৈন্যতা প্রকাশ পেয়েছে।

ওবায়দুল কাদের বলেন, কক্সবাজার উখিয়ার স্থানীয় মানুষ লাখ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে সহিষ্ণুতার অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। সাম্প্রতিক সময়ে নিজেদের অপরাধ ঢাকার জন্য অং সান সু চি অসংলগ্ন বক্তব্য দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে রোহিঙ্গাদের জন্য বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে প্রায় সাড়ে ৫ হাজার সোলার লাইট ও প্যানেল গ্রহণ করেন মন্ত্রী।

Exit mobile version