Site icon Jamuna Television

বরিশাল ও মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ৭

সড়কে যেন থামছেই না মৃত্যুর মিছিল। আজ বরিশাল ও মাগুরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৬ জনের। এরমধ্যে বরিশালে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নারীসহ ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৫ জন।

সকালে বরিশাল-বানারীপাড়া সড়কের তেঁতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বরিশালমুখী দুর্জয় পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বানারীপাড়াগামী মাহিন্দ্রার। এতে ঘটনাস্থলেই নারীসহ তিনজন নিহত হয়। আহতদের ভর্তি করা হয় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও দু’জনের।

নিহতরা হলেন- শীলা হালদার (২৪), মানিক সিকদার (৪০), খোকন (৩৫), সোহেল (২৫) ও ৫০ বছর বয়সী এক অজ্ঞাত নারী। তারা সবাই মাহিন্দ্রার যাত্রী ছিলেন। এদের মধ্যে শীলার গ্রামের বাড়ি ঝালকাঠি। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের মাস্টার্সের গণিত প্রথম বর্ষের ছাত্রী ছিলেন বলে জানা গেছে।

আহত অন্যদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতরা হলেন- দুলাল হাওলাদার (৩৫), তন্নি আক্তার (১৭), শিশু তাইয়ুম (৭), তার মা পারভীন বেগম (৩০), সুমন (২৫) ও সাত বছর বয়সী এক শিশু।

ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।

এদিকে, মাগুরায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে এক অ্যাম্বুলেন্স চালক।

Exit mobile version