Site icon Jamuna Television

বাঘাইছড়িতে নিহত আনসার সদস্যের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসী হামলায় নিহত আনসার সদস্য মিহির কান্তি দত্তের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী।

হামলার ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দুরে অস্ত্রটি পড়ে ছিলো। সকালে অস্ত্রটি উদ্ধার করে যৌথবাহিনী। অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

গত ১৮ মার্চ উপজেলা নির্বাচনে সাজেকে কংলাক প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বপালন শেষে বাঘাইছড়ি ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নির্বাচনী কর্মকর্তাসহ ৭ জন নিহত হন। আহত হন অন্তত ২৫ জন। হামলার জন্য পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এর প্রসীত এবং জেএসএস- সন্তু লারমা গ্রুপকে দায়ী করা হয়।

Exit mobile version