Site icon Jamuna Television

বোয়িং ৭৩৭ ম্যাক্স এইট’র ক্রয়চুক্তি বাতিল করলো ইন্দোনেশিয়া

ইথিওপিয়ায় বিমান বিধ্বস্তের জেরে এবার বোয়িং ৭৩৭ ম্যাক্স এইট’র ক্রয়চুক্তি বাতিল করলো ইন্দোনেশিয়া।

শুক্রবার দেশটির বিমান সংস্থা গেরুদা এই চুক্তি বাতিলের ঘোষণা দেয়। চুক্তি অনুযায়ী বোয়িং 737 সিরিজের ম্যাক্স এইট মডেলের ৪৯টি বিমান কেনার কথা ছিলো সংস্থাটির। এর পরিবর্তে অন্য মডেলের বিমান কেনার বিষয়ে পরিকল্পনা করা হতে পারে বলে জানান গেরুদার প্রধান নির্বাহী। তবে এ বিষয়েও এখনও বিস্তারিত কিছু জানাননি তিনি।

বর্তমানে সংস্থাটির বহরে ৮টি ম্যাক্স এইট বিমান রয়েছে। এরআগে মালয়েশিয়া, তুরস্ক, জার্মানিসহ অন্তত ২০টি দেশ ম্যাক্স এইট কেনার পরিকল্পনা বাতিল করে।

Exit mobile version