Site icon Jamuna Television

রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে হুতিরা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইয়েমেনের হুতিরা। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। শনিবার রাতে উত্তর পূর্বাঞ্চলীয় রিয়াদে পরপর চারটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা হয়েছে।

ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমানবাহিনী সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। রিয়াদ এয়ারপোর্ট কর্তৃপক্ষ টুইট বার্তায় জানায়, এ হামলায় কোনো ধরনের প্রভাব পড়েনি।

হুতিদের দাবি, এটা তাদের নিজেদের তৈরি দীর্ঘ রেঞ্জের বুরকান টু-এইচ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা। যা দিয়ে তারা সৌদি আরবকে ‘হুঁশিয়ার’ করেছে তারা।

সৌদি আরব ইরানের সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে জোটের নেতৃত্ব দিচ্ছে। ২০১৫ সালে ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করেছিল।

Exit mobile version