Site icon Jamuna Television

যাত্রাবাড়ী মৎসবাজারে ১০ হাজার কেজি জাটকা জব্দ

রাজধানীর অন্যতম বৃহৎ মৎস্যবাজার যাত্রাবাড়ীতে জাটকার বিরুদ্ধের অভিযান চালিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত ও জেলা মৎস অফিস।

ভোরে যাত্রাবাড়ীর বিভিন্ন আড়তে অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার কেজি জাটকা মাছ জব্দ করা হয়। এসব মাছের প্রতিটির নূন্যতম ওজন ৪০ গ্রাম। নভেম্বর থেকে জুন পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ থাকলেও তা অমান্য করে মাছ ধরার কারণে ৯ জনকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এসব জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই বিষয়ে অভিযান পরিচালনাকারী র‍্যাবের কর্মকর্তারা জানান, জাটকা মাছের বিরুদ্ধে র‍্যাবের নিয়মিত অভিযান চলবে। এছাড়া ব্যবসায়ীদের এই বিষয়ে সচেতন হওয়ার কথাও বলেন তিনি।

Exit mobile version