Site icon Jamuna Television

বিয়ের পিড়িতে বসলেন কাটার মাস্টার মোস্তাফিজ

বিয়ের পিড়িতে বসলেন কাটার মাস্টার খ্যাত জাতীয় দলের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে নিজ জেলা সাতক্ষীরার দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামে আপন মেঝ মামা সাবেক ইউপি সদস্য মো. রওনাকুল ইসলাম বাবুর বাড়িতে খুবই স্বপ্ল পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয় তার। বিয়ের দেনমোহর ধার্য করা হয়েছে পাঁচ লক্ষ এক টাকা।

‘দ্য ফিজ’ খ্যাত এই ক্রিকেটার বধূ সাজে যাকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন, তিনি তার মামাতো বোন, সামিয়া ইয়াছমিন শিমু।

শিমু বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত।

এর আগে দুপুরে জুম্মার নামাযের পর নিজের প্রাইভেট কারে চড়ে বাবা-মা-ভাই-বোনদের নিয়ে সোনালী শেরওয়ানি পরে বর বেশে কনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মোস্তাফিজ। দু-তিনটি মোটরসাইকেলে ছিল আরও কয়েকজন। সবমিলিয়ে ১৪-১৫ বরযাত্রী নিয়ে বিয়ে করতে আসেন মোস্তাফিজ।

এদিকে, এই তারকা ক্রিকেটারের বিয়েকে ঘিরে মিডিয়া কর্মীদের সরব উপস্থিতি থাকলেও গোপনীয়তা রক্ষা করেই বিয়ের কাজটি সারতে চেয়েছিলেন মোস্তাফিজ। এজন্য কনের বাড়ি পৌঁছানোর পর ভিতরে ঢুকতে দেওয়া হয়নি সংবাদ কর্মীদের।

Exit mobile version