Site icon Jamuna Television

ডাকসুকে লাল কার্ড প্রদর্শন ও বিক্ষোভ

ডাকসু নির্বাচনে কারচুপি ও ভোট ডাকাতির প্রতিবাদে ডাকসু কমিটি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি লাল কার্ড প্রদর্শন করেছে প্রগতিশীল ছাত্র জোট ও সম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য।

আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যে এ কর্মসূচী পালন করে তারা।

এসময় উপস্থিত ছিলেন, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্র মৌত্রি, ছাত্র ফ্রন্ট সহ বিভিন্ন বাম সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীরা।

এরপর বেলা সোয়া বারোটার দিকে ডাকসুর কার্যকরী সভা শেষ হলে তারা ডাকসু ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং নির্বাচন বাতিল কলে পুনরায় তফসিল ও নির্বাচনের তারিখ ঘোষনার দাবি জানায়।

Exit mobile version