Site icon Jamuna Television

শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ওবায়দুল কাদের

সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শঙ্কামুক্ত।
তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিওরোলজি বিভাগের অধ্যাপক ডা. আবু নাসার রিজভী শুক্রবার মাউন্ট এলিজাবেথ হাসপাতালের মেডিকেল বোর্ডকে উদ্ধৃত করে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, ওবায়দুল কাদেরের এন্ডো ট্রাকিয়াল টিউব খুলে ফেলা হয়েছে। আস্তে আস্তে ঘুমের ওষুধ কমিয়ে আনা হচ্ছে। শরীরের বাকি সব প্যারামিটার ভালো রয়েছে।

এর আগে বুধবার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্তিন কুমার সামির নেতৃত্বে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়।

প্রসঙ্গত, ৩ মার্চ ভোরে নিজের বাসায় বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করলে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটিতে রিং পরানো হয়। এরপর তাকে বিএসএমএমইউ’র আইসিইউতে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার্থে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানান্তর করা হয়।

Exit mobile version