Site icon Jamuna Television

পিকআপ চাপায় পা হারানো স্কুলছাত্রীর ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ

পিকআপ চাপায় পা হারানো স্কুলছাত্রী নিপার ক্ষতিপূরণসহ ৭ দফা দাবিতে বেনাপোল-যশোর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সহপাঠিরা।

দাবি আদায়ে সকাল ৮টার দিকে ক্লাস বর্জন করে সড়কে নামে শার্শার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এসময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। এতে বন্ধ হয়ে যায় যশোর-বেনাপোল সড়কে যান চলাচল। আটকা পড়ে অনেক যানবাহন। পরে পুলিশ দাবি পূরণের আশ্বাস দিলে দশটার দিকে অবরোধ তুলে নেয় আন্দোলনকারী। গেল বৃহস্পতিবার পল্লী বিদ্যুতের পিকআপ চাপায় এক পা হারায় বুরুজবাগান পাইলট বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী মোফতাহুল জান্নাত নিপা।

Exit mobile version