Site icon Jamuna Television

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ অংশীদারি বৈঠক শুরু

ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ অংশীদারি বৈঠক। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় আজ রোববার সকাল সোয়া এগারোটার দিকে বৈঠকটি শুরু হয়। এতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যানন নিজ নিজ দেশের নেতৃত্ব দিচ্ছেন।

বৈঠকে নিরাপত্তা, সুশাসন ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে কথা বলবেন দু’দেশের নীতিনির্ধারকরা। দ্বি-পাক্ষিক ইস্যুর পাশাপাশি বাংলাদেশের পক্ষ থেকে সংলাপে রোহিঙ্গা ইস্যুটি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সমর্থন চাইবে বাংলাদেশ।

বৈঠক শেষে দুপুর দেড়টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় গণমাধ্যমকে অবহিত করবেন দু’দেশের নীতিনির্ধারকরা।

Exit mobile version