Site icon Jamuna Television

বরিশালে সড়ক দুর্ঘটনায় সাত জন নিহতের ঘটনায় সড়ক অবরোধ

বরিশালে শুক্রবার সড়ক দুর্ঘটনায় সাত জন নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএম কলেজের শিক্ষার্থীরা।

গতকাল দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন বিএম কলেজের শিক্ষার্থী, এমন খবর অন্যদের মাঝে ছড়িয়ে পড়লে তারা সড়কে নেমে বিক্ষোভ করে। সকালে বিক্ষোভ প্রদর্শনের সময় শিক্ষার্থীদের সাথে তর্ক বাধে পরিবহন শ্রমিকদের। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা বন্ধ করে দেয় বাস চলাচল। পরে মেয়র সাদিক আবদুল্লাহ’র হস্তক্ষেপে আবার বাস চলাচল শুরু হয়। সড়ক থেকে সরে যায় শিক্ষার্থীরা।

এদিকে দুর্ঘটনার পর গতরাতে চালক আবদুল জলিলকে গ্রেফতার করা হয়। পুলিশের হেফাজতে তাকে নির্যাতন করা হয়েছে, এমন অভিযোগে সকালে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে কিছুক্ষণের মধ্যে ধর্মঘট প্রত্যাহারও করা হয়।

শুক্রবার বানারীপাড়া থেকে বরিশাল যাবার পথে একটি যাত্রীবাহী হালকা যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় একটি বাসের। নিহত হয় ৭ জন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

Exit mobile version