Site icon Jamuna Television

কেমিক্যালমুক্ত করতেই পুরান ঢাকায় অভিযান চলছে: বেনজির

কেমিক্যালমুক্ত করতেই পুরান ঢাকায় অভিযান চালানো হচ্ছে, কোনো ব্যবসায়ীকে হয়রানির জন্য নয়। এমনটি জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।

সকালে রাজধানীর বকশিবাজারে কারা কনভেনশন হলে কেমিক্যাল অপসারণের জন্য গঠিত টাস্কফোর্সের মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ব্যবাসায়ীদের বিপদে ফেলা টাস্কফোর্সের উদ্দেশ্য নয় জানিয়ে র‍্যাব মহাপরিচালক বলেন, পুরান ঢাকা যাতে কেমিক্যাল মুক্ত ও নিরাপদ হয় সেটাই চায় টাস্কফোর্স।

তবে এই অভিযানে ব্যবসায়ীরা আতংকে আছেন বলে অভিযোগ করেন ঢাকা দক্ষিণের ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সালাম।

Exit mobile version