Site icon Jamuna Television

‘প্রধান বিচারপতি দেশে ফিরলেও দায়িত্ব নেয়া সুদূর পরাহত’

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দেশে ফিরে এলেও অন্য বিচারপতিরা যদি তার সাথে বেঞ্চে না বসেন তবে তার দায়িত্ব নেয়া সুদূর পরাহত। এ মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আজ রোববার সকালে সংবাদিকদেরকে তিনি একথা বলেন।

গত অক্টোবর মাসের শুরুতে ছুটির জন্য রাষ্ট্রপতির কাছে চিঠি দেয়া প্রধান বিচারপতি এসকে সিনহা ১৩ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। নভেম্বরের ৯ তারিখ তার দেশে ফেরার কথা রয়েছে।

প্রধান বিচারপতির অস্ট্রেলিয়া গমনের পরদিন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, দুর্নীতির অভিযোগের কারণে সহকর্মীরা বিচারপতি এস কে সিনহার সঙ্গে কাজ করতে না চাওয়ায় তার প্রধান বিচারপতির পদে ফেরার সম্ভাবনা দেখছেন না তিনি।

সিনহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ভিত্তি রয়েছে বলেও মনে করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা।

সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে প্রধান বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়ার কথা জানানো হয়। এতে বলা হয়, বিচারপতির সিনহার বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক অনিয়ম, অর্থ পাচার ও নৈতিক স্খলনসহ ১১টি সুনির্দিষ্ট অভিযোগ জানিয়েছেন রাষ্ট্রপতি। সহকর্মীরা এর ব্যাখ্যা চাইলে গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেননি।

এসকে সিনহার অনুপস্থিতিতে বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন আব্দুল ওয়াহহাব মিঞা।

 

Exit mobile version