Site icon Jamuna Television

মক্কা-মদিনায় ক্রাইস্টচার্চের নিহতদের গায়েবানা জানাজা

পবিত্র কাবা শরীফ ও মসজিদে নববীতে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বন্দুকধারীদের গুলিতে নিহত ৫০ জনের গায়েবানা জানাজা আদায় করা হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর মুসলিমদের প্রধান দু’টি মসজিদে নিহতদের জন্য বিশেষ দোয়াও করা হয়। খবর আল আরাবিয়্যার।

কাবা শরীফে অনুষ্ঠিত জানাজায় হারামাইনের অন্যতম ইমাম শাইখ মাহির আল মুয়াইকলি ইমামতি করেন। আর মদিনার মসজিদে নববীতে শাইখ আবদুল্লাহ আল বুয়াইজান জানাজা পড়ান। এ সময় হারামাইনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

জানাজার পূর্বে হারামাইন শরিফের ব্যবস্থাপনা কমিটির প্রধান শাইখ আবদুর রহমান সুদাইসি বলেন, সৌদি আরব সবসময় মুসলিম বিশ্বের পাশে ছিল। মুসলমানদের যে কোনো দুর্যোগকে তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। সন্ত্রাসবাদের বিপক্ষে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। আমরা স্পষ্ট জানাচ্ছি, সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই।

Exit mobile version