
নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরাবো এলাকা থেকে নিখোঁজের একদিন পর জেএসসি পরীক্ষার্থী প্রিয়াঙ্কার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাসুম নামে একজনকে আটক করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গতকাল কোচিংয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হয় প্রিয়াঙ্কা। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। আজ রোববার সকালে বাড়ি পাশে নির্জন স্থানে প্রিয়াঙ্কার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দেয়া হয়।
মরদেহ পাঠানো হয়েছে হাসপাতালের মর্গে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রিয়াঙ্কা আয়াত আলী উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।
 
				
				
				
 
				
				
			


Leave a reply