Site icon Jamuna Television

সিলেটে চলন্ত বাস থেকে ফেলে বিশ্ববিদ্যালয় ছাত্রকে হত্যা

মৌলভীবাজারের শেরপুরে চলন্ত বাস থেকে ফেলে ওয়াসিম আফনান নামে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে চালক ও হেলপারের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিক্ষার্থী।

শনিবার বিকেলে সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুরে এ ঘটনা ঘটে।

ওয়াসিম আফনানের বয়স আনুমানিক ২২ বছর। তিনি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

নিহত শিক্ষার্থীর সহপাঠীরা অভিযোগ করে বলেন, বাসের চালক ও হেলপারের সঙ্গে সিকৃবির কয়েকজন ছাত্রের ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। এসময় চলন্ত বাসের দরজার সামনে থেকে ওয়াসিমকে ধাক্কা দিয়ে ফেলে দেয় হেলপার। এতে বাসের নিচে চাপা পড়েন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Exit mobile version