Site icon Jamuna Television

তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় ভোটগ্রহণ চলছে

পঞ্চম দফা উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে দেশের ১১৭ উপজেলায় ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোট টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

কেন্দ্রে কেন্দ্রে এরইমধ্যে আসতে শুরু করেছেন ভোটাররা। তবে উপস্থিতি কম। বেলা গড়ালে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

তৃতীয় ধাপে রংপুর সদর, গোপালগঞ্জ সদর, মানিকগঞ্জ সদর ও মেহেরপুর সদরে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোট নেয়া হচ্ছে। ভোটগ্রহণ উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ২৪টি উপজেলায় অতিরিক্ত বিজিবি ও র‍্যাব মোতায়েন করা হয়েছে। নিয়োগ দেয়া হয়েছে অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটও।

Exit mobile version