Site icon Jamuna Television

পানামার কাছে হোঁচট খেয়েছে ব্রাজিল

এবার পানামার কাছে হোঁচট খেয়েছে নেইমারবিহীন ব্রাজিল। শুরুতে লিড নিলেও শেষ পর্যন্ত ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের ১-১ গোলে রুখে দিয়েছে পানামা।

পোর্তোর দ্রাগাও স্টেডিয়ামে শুরু থেকে একচেটিয়া ফুটবল উপহার দেয় ব্রাজিল। শুরুতে সুযোগ পেলেও কুটিনহোর ক্রসে ফিরমিনোর হেড লক্ষ্যভ্রষ্ট হলে লিড নেয়া হয়নি ব্রাজিলের। তবে ম্যাচের ৩২ মিনিটে ক্যাসেমিরোর অ্যাসিস্ট থেকে দলকে লিড এনে দেন পাকুয়েতা। জাতীয় দলের হয়ে এটাই ২১ বছর বয়সি এসি মিলান মিডফিল্ডারের প্রথম গোল। তবে ৩৬ মিনিটে সমতা ফেরায় পানামা। গোল করেন আদোলফো মাচাদো। ব্রাজিল দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও রিচার্লিসনের সামনে বাঁধা হয়ে দাড়ায় ক্রসবার। শেষ পর্যন্ত ১-১ ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল। মঙ্গলবার চেক রিপাবলিকের বিপক্ষে আরেক প্রীতি ম্যাচে মাঠে নামবে তিতে শিষ্যরা।

Exit mobile version